বিয়ানীবাজার নিউজ ২৪। ১৩ জানুয়ারি ২০১৭।

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামীম আহমেদ ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট্র যুক্তরাজ্য শাখার যুগ্মসাধারণ সম্পাদক
মাহবুব আহমেদ রাজু এবং যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমেদ এর সৌজন্যে আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের (৪৫ জন) মধ্যে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ বিতরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ও মেধাবি শিক্ষার্থী পুরস্কার বিতরণ এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় উত্তীর্ণ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক আনন্দ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যাগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠেয় এ আনন্দ উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।

[image link=”http://www.beanibazarnews24.com/wp-content/uploads/2017/01/sha-2.png” img=”http://www.beanibazarnews24.com/wp-content/uploads/2017/01/sha-2.png” caption=”অতিথিদের সাথে শিক্ষার্থীরা”]

এসএমসি’র সভাপতি আব্দুল মতলিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শেখ ওয়াহিদুর রহমান একাডেমি’র অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাস্ট্রবাসি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুল আহাদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামীম আহমেদ, আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজিম উদ্দিন, মোল্লাপুর ইউপি সদস্য আব্দুর রহমান, মোল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গফুর জগলু, বৃটেনবাসি শিক্ষানুরাগী সালেহ আহমেদ, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুহেল আহমদ, সমাজকর্মী শামস উদ্দিন ও শিক্ষানুরাগী বাবুল হোসেন।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের অঙ্কুর নাট্যমঞ্চের শিশু নাট্যকর্মীরা আতিকুল ইসলাম রুকন রচিত ও মাহবুবুর রহমান আরাফাতের নির্দেশনায় নাটক ফটকাবাজি মঞ্চায়ন করে।

বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাবুল আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমিন বেগম।

স্কুলের শিক্ষার সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে ৫ বিশিষ্টজনকে ধন্যবাদপত্র প্রদান করা হয়।