বিয়ানীবাজারে কোন ধরনের আগাম ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে পল্লীবিদ্যু। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টা থেকে এ রিপোর্ট লিখা পর্যন্ত বিয়ানীবাজার পৌরশহরের উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

দুপুর ২টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় পৌরশহরের বিভিন্ন অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসাবড়িতে অন্ধকার নেমে আসে। কোন রকম আগাম ঘোষণা ছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা স্থানীয় পল্লী বিদ্যুতের দায়িত্বশীলদের খামখেয়ালীপনা ও অসচেতনতাকে দায়ী করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিয়ানীবাজার জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় পল্লীবিদ্যুৎ কর্মকর্তাদেরকে সংযোগ লাইন স্বাভাবিক রাখতে গাছ কাটাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে দেখা গেছে। বিকাল ৫ পর্যন্ত এ কাজ চলবে বলে জানা গেছে। প্রায় ৩ ঘন্টার মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি পল্লীবিদ্যুৎ আগাম কোন ঘোষণা না দেয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা।

এ বিষয়ে জানতে পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল বলেন, বিয়ানীবাজার জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় পল্লীবিদ্যুতের সংযোগ লাইন স্বাভাবিক রাখতে গাছ কাটাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকাজ করার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিকাল ৫টার আগে বিদ্যুৎ সরবরাহ স্বচল হবে বলে তিনি জানান।