বিয়ানীবাজারের সিএনজি চালিত অটোরিক্সা চালক মাসুদ ও গৃহকর্মী রেশম বেগমের হত্যার প্রতিবাদ,অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বুধবার বিকালে শেওলা ইউনিয়নের চারাবই বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন খান জাহেদ, শেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আমির উদ্দিন ময়না।

বক্তারা হত্যাকারিদের আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দাবী করেন- যাতে মাসুদ ও রেশম বেগমের মতো আর কাউকে অস্বাভাবিক মৃত্যু বরণ করতে না হয়।

মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার চারদিন পর গত ৩১ জুলাই বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউপির কনকলস এলাকার রাস্তার পাশের ডোবা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত রমজান মাসে লাউতা ইউপি সদস্য মুমিনুল ইসলাম রুমনের বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় তার বাড়ির গৃহকর্মী রেশম বেগমের।

মাসুদের বাড়ি শেওলা ইউনিয়নের চারাবই গ্রামে এবং একই ইউনিয়নের দিঘলভাগ গ্রামের রেশম বেগমের বাড়ি।