বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরায় যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা এমদাদুল হক সুহেল’র পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার জনমঙ্গল সমিতির কার্যালয়ে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ৩ শতাধিক অসহায় ও গরিব রোগীদের সেবা প্রদান, রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্রের পাশাপাশি ক্যাম্পে বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়।

শ্রীধরা জনমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শহীদুল হক’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমেদ রাজু’র পরিচালনায় চিকিৎসাপূর্ব আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুস টিটু। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, প্রবাসী পৃষ্ঠপোষক এমদাদুল হক সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কুদ্দুস টিটু বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। এ জন্য তিনি আমাদেরকে সম্পদ দানও করেন। যিনি এ সম্পদের সদ্ব্যবহার করবেন তিনি আখেরাতে আল্লাহর নৈকট্য পাবেন।’

যুবলীগ নেতা টিটু আরো বলেন, ‘প্রবাসীরা আমাদের সার্বিক উন্নয়নে অবদান রাখছেন। এজন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের প্রবাসী স্বজন সোহেল অসহায় মানুষের চক্ষু চিকিৎসা সেবায় এগিয়ে আসায় তাকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের চিকিৎসা সেবার পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে সমাজসেবায় এগিয়ে আসবে। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে শরিক হওয়ারও আহ্বান জানান।’