বিয়ানীবাজার করোনা আক্রান্ত শুরু হয়েছে ২৪ এপ্রিল। এরপর দীর্ঘ একমাস ২৩ দিন পর করোনা ধরা পড়লো শেওলা ইউনিয়নে। কুশিয়ারা নদী তীরবর্তী এ ইউনিয়নের শেওলা গ্রামের ফরিদুল ইসলাম ইউনিয়নের প্রথম করোনা রোগী। বুধবার সকালে তিনিসহ উপজেলার ৫জন আক্রান্ত হন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৫ জনে পৌছেছে।

তাকে দেখতে এবং সমবেদনা জানাতে বাড়িতে গিয়ে উপস্থিত হন ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন। তার সাথে বাড়িটি লকডাউন করতে এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু ইসহাক আজাদ।

এ সময় মনোবল দৃঢ় রাখতে আক্রান্ত ফরিদুল ইসলামকে অভয় দেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর।

করোনায় শনাক্ত হওয়া উপজেলার অপর চারজনের বাড়ি ও বাসস্থান বিয়ানীবাজার পৌরসভায়। তাদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও আইসোলেশনে থাকার নির্দেশনা দেন দায়িত্বশীলরা।

করোনায় ব্যাহত এইচএসসির প্রস্তুতি, ফল নিয়েশংকায় পরীক্ষার্থীরা