হার্টের সংক্রমন নিয়ে সিলেটের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিয়ানীবাজারের বীর মুক্তিযোদ্ধা নিদনপুর এলাকার বাসিন্দা তৈয়ব আলী।তাঁর অবস্থার অবনতি ঘটলে তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়। তার হার্ট স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চিকিৎসকরা রিং স্থাপনের পরামর্শ দিয়েছেন।

মুক্তিযোদ্ধা তৈয়ব আলী দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর তার হার্টে সমস্যা দেখা দিলে স্বজনরা সিলেটের ডেল্টা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চারদিন চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শারিরীক পরীক্ষা শেষে হার্টে রিং স্থাপনের পরামর্শ দিয়েছেন। শারিরীক অবস্থা নিরক্ষণ করে আগামী দুই একদিনের মধ্যে হার্টে রিং স্থাপন করা হবে।

মুক্তিযোদ্ধা তৈয়ব আলীর রোগ মুক্তি কামনা করে পরিবার থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।