সারা দেশে সাড়া জাগানো তরুণ খামারি সাহেদ আহমদের বিগবস ষাড় বিয়ানীবাজারের গন্ডি পেরিয়ে রাজধানী ঢাকা গাবতলী হাটে। ক্রেতায় আশায় সাহেদ মঙ্গলবার বিকালে ষাড়টি গাবতলীর হাটে তুলেন। তার আশা ২৫ লাখ হাকানো ষাড়টি ভাল দামেই বিক্রি করতে পারবেন।

বিগবস এবারের কোরবানি ঈদের বাজারে দেশের সবচেয়ে বড় ষাড়গুলোর একটি। প্রাণী সম্পদ অধিদপ্তরের ধারণে দেশের বড় ষাড়গুলোর মধ্যে বিগবস তিনের মধ্যে থাকবে। ৩৫ মনের বেশি ওজনের ষাড়টি বয়স ৪ বছর। রাজশাহীতে জন্ম নেয়া ষাড়টি গত তিনবছর থেকে সাহেদ পালন করেছেন। বর্তমানে ষাড়টির সাড়ে ১১ফুট দৈর্ঘ, ৬ ফুটের বেশি উচ্চতায় দৈত্যকায় পশুতে রূপ নিয়েছে।

সাহেদ আহমদ বিয়ানীবাজার নিউজ২৪কে বলেন, মঙ্গলবার বিকালে গাবতলী হাটে ষাড় নিয়ে এসেছি। বাড়ি থেকে সোমবার রাতে ট্রাকে করে যাত্রা করি। রাস্তায় তেমন একটা ঝামেলায় হয়নি জানিয়ে তিনি বলেন, আশানুরূপ সাড়া পাচ্ছি। আশাকরি আমাদের লক্ষ্যপুরণ হবে ঢাকার এ হাটে। তিনি জানান, বেশ কয়েকজন ক্রেতা ষাড়টির দরদাম করছেন। একজন ক্রেতা এখন পর্যন্ত সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত দাম তুলেছেন।