বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছরওয়ার হোসেন ও তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকালে জামিনে মুক্তি পেলে দলীয় নেতাকর্মীরা কারা ফটকে তাদের উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন।

পুলিশ এস্টল মামলায় আদালতের পরোয়ানা থাকায় ছরওয়ার আহমদকে গত ১৯ আগস্ট গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ। তার বিরুদ্ধে পুলিশের সাথে সংঘর্ষ ও গাড়ি পুড়ানো দুইটি মামলা ছিল। একই অভিযোগ গ্রেফতার করা হয় তিলপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে।

আজ বিকালে সিলেট কারাগার থেকে মুক্তি পেলে কারাফটকে তাদেরকে ফুল দিয়ে বরন করেন দলের জেলা ও উপজেলার দায়িত্বশীলরা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহসভাপতি ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, সহসভাপতি আব্দুল কুদ্দুছ, সহ সম্পাদক হাফিজুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিছবাহ আহমদ, জেলা ছাত্রদল নেতা লুৎফুর রহমান , তুহেল চৌধুরী, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহমদ, আহসান জামিল প্রমুখ।