বিয়ানীবাজার পৌরশহরে যাত্রা শুরু করতে যাচ্ছে উপজেলার প্রথম ইনডোর স্পোর্টিং কমপ্লেক্স। যুক্তরাষ্ট্র প্রবাসী সুজন আহমদের উদ্যোগে কলেজ রোডের গোলাটিকর হাউজে নির্মানাধীন এই স্পোর্টস কমপ্লেক্সে থাকবে ব্যাডমিন্টন ও বাস্কেটবল ইনডোর কোর্ট, জিম সেন্টার, সুইমিং পুলসহ শিশুদের ক্রীড়ামূলক বিনোদনের নানা সুযোগ।

শুক্রবার সকালে কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ২৪ সম্পাদক আহমেদ ফয়সাল, সংস্কৃতিকর্মী আহমেদ হোসেন খান, এবি টিভির বিশেষ প্রতিনিধি আবু তাহের রাজু, ব্যবসায়ী আলী আহমদ, সাব্বির আহমদ, সংস্কৃতিকর্মী সুবাস করসহ অন্যরা।

কমপ্লেক্সের উদ্বোধক পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর জানান, প্রবাসী সুজন আহমদের এই প্রয়াস উপজেলার ক্রীড়াঙ্গনে ব্যাপক ভুমিকা রাখবে। এছাড়া বাচ্চাদের সাতাঁর শেখা এবং সুস্থ বিনোদনের এই সুযোগ প্রশংসার দাবীদার। এসময় প্রবাসীদের দেশে বিনোযোগের আহবান জানিয়ে সব ধরনের সহযোগীতার আম্বাস দেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিয়ানীবাজার নিউজ ২৪এর সম্পাদক আহমেদ ফায়সাল বলেন, উদ্যোক্তা সুজনের এই বিনোয়োগ অন্য প্রবাসীদের জন্য অনুকরণীয় হবে। বানিজ্যিক চিন্তার পাশাপাশি এলাকার ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লোককবি শেখ ওয়াহিদুর রহমানের ৮২তম জন্মবার্ষিকী আজ