বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ইউনিয়নের খাড়াভরা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সপ্তগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়’র পরিচালনা পর্ষেদর সভাপতি হাজী শাব উদ্দিন তেরা’র সভাপতিত্বে ও পলাশ আফজল’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়্যারম্যান মুফতি শিব্বির আহমদ, দুবাগ ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান মো. ওমর ফারুক, দুবাগ ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক তওফিক মাহমুদ চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তব্যরা বলেন, কুশিয়ারা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে দুবাগ ইউনিয়নের ৫ টি জায়গায় নদী ভাঙ্গন হয়েছে। নদী ভাঙ্গনের ফলে নদীর পার্শ্ববর্তী এলাকার রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, মসজিদসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, এক সপ্তাহ আগে আমরা প্রতিবাদ সভা করেছি। উপজেলা প্রশাসন ও পরিষদের স্মারকলিপি দিয়েছি। এর আগে আমরা গত ১১ জুন জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। কিন্তু আজ পর্যন্ত প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। বক্তারা জুলাই মাসের মধ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ না করা হলে মহাসড়কে অবরোধ সহ আন্দোলনের ডাক দেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে সব ধরনের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে এলাকার ক্ষতি হবে এমন কোন সিদ্ধান্ত নেবে না। আমরা বিষয়টি উর্ধ্বতন মগহলকে অবহিত করবে।