সিলেট জেলার বাস ও মাইক্রোবাস পরিবহণ শ্রমিক ইউনিয়নের বিয়ানীবাজার উপকমিটির সভাপতি বিলাল আহমদ ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লিটনকে কারগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতে উপস্থিত হয়ে বাস ও মাইক্রোবাস পরিবহণ শ্রমিক বিয়ানীবাজার উপকমিটির অভ্যন্তরীণ একটি সাংগঠনিক মামলার জামিন চেয়ে আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে করাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, সম্প্রতি কিছুদিন পূর্বে পৌরশহরের দক্ষিণবাজারে বাস ও মাইক্রোবাস পরিবহণ শ্রমিক ইউনিয়নের বিয়ানীবাজার উপকমিটির উপনির্বাচন নিয়ে শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন শ্রমিক নেতা আহত হওয়াকে কেন্দ্র করে সিলেট জেলা বাস ও মাইক্রোবাস পরিবহণ শ্রমিক সমিতির  সভাপতি ফলিক আহমদ বিলাল ও লিটনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় পরবর্তীতে পরিবহণ শ্রমিক নেতা বিলাল ও লিটন হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। অবশেষে রোববার এ মামলায় জামিন আবেদন চেয়ে নিম্ন আদালতে উপস্থিত হলে বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে প্রেরণ নির্দেশ দেন।