সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনায় ভাইরাস (কোবিড-১৯) মহামারী আকার ধারণ করেছে। করোনা ভাইরাসের প্রভাবে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও কর্মহীন মানুষ। বিয়ানীবাজারের তিনটি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে কর্মহীনদের খাদ্য সহায়তা বিভিন্ন এলাকার নিম আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায় তিন বিদ্যালয়ের ২০১৭ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা উপজেলা বিভিন্ন এলাকার প্রায় শতাধিক নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্য সহায়তা পৌছে দিয়েছে।

‘অভুক্ত মানুষের পাশে আছি আমরা’ জানিয়ে এ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী বলেন, করোনা প্রাদুর্ভাবে দেশের ক্রান্তিলগ্নে অসহায়, কর্মহীন মানুষের পাশে দাড়াতে প্রবাসী ও দেশের বন্ধুদের সহযোগিতায় একশটি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছি। আমরা সেসব কর্মহীন অসহায় পরিবারের সবাইকে বলতে চাই, আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা কোন ত্রাণ কিংবা সাহায্য নয়, আমরা আপনাদের সন্তান হয়ে পাশে আছি।