বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। স্বাধীন বাংলাদেশের স্থপতি তিনি। শোক দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব-পরিবারে নির্মম ভাবে নিহত হন। ইসলাম ধর্মে অন্যায়ভাবে হত্যা জঘন্যতম পাপ। যে দেশের স্বাধীনতার জন্য সারাজীবন আনন্দোলন করেছেন, জেল খেটেছেন, সেই স্বাধীন দেশে তাঁকে কিছু পথভ্রষ্টরা নির্মম ভাবে হত্যা করেছে। পৃথিবীর জঘন্যতম হত্যা কান্ডের মধ্য একটি হলো বঙ্গবন্ধু হত্যা কান্ড।

মাদ্রসার প্রিন্সিপাল মাও. আবুল কালামের সভাপতিত্বে এবং শিক্ষক আতিকুল ইসলাম রুকনের পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী ফাতেমা বেগম, বঙ্গবন্ধু স্মরণে সংগীত পরিবেশন করেন শিক্ষক সাজেদুল ইসলাম। আনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক মাও.আব্দুল মালিক, আইয়ুব আলী। দোয়া পরিচালনা করেন শিক্ষক মাও. মইনুল ইসলাম।

আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিপন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।