বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চারখাই ইউনিয়নের প্রবাসী বাংলাদেশি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীর সভাপতিত্বে ও পরিষদ সচিব আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমা। সংবর্ধিত অতিথি ছিলেন গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি এম এ কুদ্দুস ও চারখাই ওয়েলফেয়ার সোসাইটি যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী জনি।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এডভোকেট এনাম উদ্দিন, চারখাই বাজার বণিক সমিতির সভাপতি মফিকুর রহমান হাসনু, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জামাল উদ্দিন ,বি এনপি নেতা অহিদ আহমদ তালুকদার, সমাজ সেবক আতাউর রহমান চৌধুরী আসাব, গৌছ উদ্দিন, হাবিবুর রহমান খোকা, প্রবীণ সাংবাদিক মাসুদ আহমদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুহেদ আহমদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল আহমদ, জামাল উদ্দিন, সাচান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সামেল আহমদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য আছাব উদ্দিন ও জামাল উদ্দিন, মঞ্জুর আহমদ শিকদার বাবু, যুব নেতা মুকিত খাঁন, হাসান আহমদ, জায়নুল আহমদ, সুমন আহমদ, জাহেদ আহমদ, মলিক আহমদ, ছাত্রলীগ নেতা ইমরান আহমদসহ চারখাই ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ।

ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী বলেন, চারখাই ইউনিয়ন পরিষদ অফিস আধুনিকায়ন করতে গ্রাম আদালত ও অফিস কক্ষ উন্নতিকরণে চারখাই ইউনিয়নের প্রবাসী সংগঠন গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন যুক্তরাজ্য এর পক্ষ থেকে তিন লক্ষ টাকা সহযোগিতা করেছেন। তিনি ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে প্রবাসীসহ সমাজের বিশিস্টজনদের এগিয়ে আসার আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমা বলেন, গুণীদের সম্মান করলে প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি পায়। এরকম একটি মহতী উদ্যোগে নিজেকের যুক্ত করতে পেরে গর্বিত হয়েছি। তিনি বলেন, বিয়ানীবাজার প্রবাসী এলাকা। প্রবাসীদের কারণে অন্য অনেক উপজেলার চেয়ে বিয়ানীবাজার আর্থিক দিক দিয়ে এগিয়ে রয়েছে। প্রবাসীদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে উপজেলার বিভিন্ন এলাকার অবকাঠামো উন্নয়ন আরো বেগমান হবে।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রবাসী গুণীজনদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‌বিয়ানীবাজারে ছাত্রলীগের ধাওয়ায় পণ্ড বিএনপির গণ সমাবেশের প্রচার মিছিল