নিরাপদ সড়কের দাবিতে ও দেশব্যাপী আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছে বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শনিবার (৪ আগষ্ট) সকালে তারা চারখাই বাজারে এ অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় বিয়ানীবাজার-সিলেট মহাসড়কে ঘন্টাব্যাপী সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

এসময় তারা নিহত দুই শিক্ষার্থী হত্যার বিচার এবং দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদেরকে হয়রানি না করা ও নিরাপদ সড়কের দাবি জানান। অবস্থান কর্মসূচিতে চারখাই উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং তাদের অনেকের হাতেই ‘উই ওয়য়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’- লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখে গিয়েছে।