সড়ক প্রশস্তকরণের জন্য বিয়ানীবাজারের চারখাই বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগ সড়কের উপর থাকা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করছে। বৃহস্পতিবার সকাল থেকে সওজ সিলেটের কর্মকর্তারা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার অভ্যন্তরিণ সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

চারখাই বাজারে সড়ক অবৈধ দখলে থাকায় নাহিদ চত্বর এলাকায় প্রায়ই যানজট দেখা দেয়। প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। এ নিয়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহালেও সড়ক ও জনপথের কর্মকর্তারা কার্যত কোন উদ্যোগ নেননি। সম্প্রতি এ সড়কের প্রশ্বস্তকরণ ও আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। তাছাড়া দীর্ঘ ভোগান্তি শেষে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানো হলে জনমনে স্বস্থি নেমে আসে। সড়ক থেকে দখলদারদের উচ্ছেদের পাশাপাশি যাতে পুনরায় দখল না হয় সেদিকে দায়িত্বশীলদের দৃষ্টি রাখার আহবান জানান স্থানীয়রা।

সিএনবি মরির খলিলুর রাহমান চারখাই বাজারের অবৈধ স্থাপনার জন্য রাস্থার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান। সেজন্য সড়ক প্রশস্তকরণের জন্য উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।