বিয়ানীবাজারে অনুমোদনহীন বাটখারা রাখায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চারখাই বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) খুশনূর রুবাইয়াত মৌমিতা।

এসময় তিজারত স্টোরকে ১ হাজার টাকা, শাহী স্টোরকে ২ হাজার টাকা ও মাহিয়া ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে লবনসহ অন্যান্য ভোগ্যপণ্য ন্যায্যমূল্যের অধিক দামে বিক্রি না করতে নির্দেশ দেন। একই সাথে স্থানীয় ব্যবসায়িদেরকে কোন ধরনের গুজবের বশবর্তী না হতে নিষেধ করেন।