বিয়ানীবাজারের ক্রীড়াঙ্গনে ‘ক্রিকেট পাগল কাওছার’ নামে সুপরিচিত মো. কাওছার আহমদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

ক্রিকেট পাগল কাওছার আহমদের জানাজায় সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজা পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।

এসময় তিনি বলেন, কাওছার প্রানবন্ত মানুষ ছিলো। সে ক্রিকেট খেলাকে মনে প্রাণে ধারণ করতো। ক্রীড়াঙ্গণের সকল মানুষ থাকে চিনেন। কাওছার একজন মানসিক প্রতিবন্ধী হলেও সকল ধরনের খেলাধুলার পাশাপাশি সকল সামাজিক কর্মকাণ্ডে তার উপস্থিতি দেখা যেত। আমি প্রিয় কাওছারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সমতপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

উল্লেখ্য, ক্রিকেট পাগল কাওছার রোববার রাত ১২টার দিকে পৌর এলাকার শ্রীধরা গ্রামের তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

না ফেরার দেশে বিয়ানীবাজারের ‘ক্রিকেট প্রেমী’ কাওছার, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া