ঈদের দিনে পরিবার কিংবা বন্দুদের নিয়ে বেড়াতে বের বিয়ানীবাজারবাসীর প্রথমেই চিন্তা করেন প্রাকৃতিকভাবে সাজানো কাকরভিলার কথা। প্রতি ঈদের মতো এবারো এর ব্যতিক্রম হয়নি। কয়েক বিঘার জায়গা নিয়ে গড়ে উঠো কাকরভিলায় আজ ঈদের দিন দুই হাজারের বেশি দর্শনার্থির সমাগম ঘটেছে। সব বয়সীর মানুষের এক সাথে ঈদ আনন্দ করার অসাধারণ এক দৃশ্যপট রচিত করেছে কাকরভিলা। প্রকৃতির স্বাদ নিচ্ছেন দর্শনার্থিরা।
পরিবার নিয়ে কাকরভিলার প্রতি ইঞ্চি জায়গা চষে বেড়িয়েছেন কাকরভিলায় আসা দর্শনার্থিরা। নারী পুরুষ, তরুণ তরুণীর সাথে ছোট্ট শিশুরাও মেতে উঠে আনন্দ হিল্লোলে। শিশুদের সাথে প্রাপ্ত বয়স্করারও কাকরভিলার মনোরম পরিবেশে হারিয়ে যান ছেলেবেলায়।

ঈদের দিনের আনন্দময় সময় কাটাতে কেউ এসেছেন প্রথমবার আবার কেউ কেউ এসেছেন অনেকবার। কিন্তু সবাই কাকরভিলার সবুজ আঙ্গিনায় মুগ্ধ হয়েছেন।
কাকরভিলা শিল্পপতি পরিবারের সৃজনশীল চিন্তার প্রতিফলন। কয়েক বছর পূর্বে নান্দনিক এ আঙ্গিনা যেমন তাদের রুচিশীলতা ফুঠে উঠে একই সাথে বিয়ানীবাজারসহ আশপাশ উপজেলার দর্শনার্থিদের বিনোদনের খোরাক মেটাচ্ছে।