সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে কাকরদিয়া এলাকায় একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা খেয়ে ৭ যাত্রি আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বাসটি বিয়ানীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা যায়, লুৎফা-৩ নামের যাত্রিবাহী বাস বিয়ানীবাজার থেকে সিলেট উদ্দেশ্যে শুক্রবার সকাল ৯টায় ছেড়ে যায়। বাসটি কাকরদিয়া যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ ধেবে গেছে। বাসে থাকা যাত্রিদের মধ্যে ৭/৮জন আহত হয়েছেন।

বাসের যাত্রি দলিল লেখক সত্যজিৎ ভৌমিক বলেন, সৃষ্টির কর্তার মহান কৃপায় আমরা বেঁচে আছি। বাসের চালককে দেখে মনে হয়েছে সে মাদকাসক্ত। খুব গতিতে গাড়ি চালিয়েছে। আমার বারণ করলেও শুনেনি। তিনি বলেন, তার সাথে বাসের যাত্রি ছিলেন কাদির লাইব্রেরী আব্দুল কাদিরসহ বিয়ানীবাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী ছিলেন। তিনি বলেন, বাসের রেজিস্ট্রেশন নম্বর ছিল না। দেখতে বাসটি ফিটনেসবিহীন মনে হয়েছে।