বিয়ানীবাজার কলেজ রোডের সমবায় মার্কেটের দুই দোকানে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ চুরি ঘটনা ঘটে। চুরি করে যাওয়ার সময় চোরের দল দোকানে নতুন তালা লাগিয়ে যায়!

চোরেরা  আল হাবিব লাইব্রেরীর তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পাশের দিলীপ জুয়েলার্সের সাথে সংযোগ দেয়াল ভেঙ্গে গর্ত করে। দিলীপ জুয়েলার্স থেকে কয়েক ভরি স্বর্ণালংকার ও রোপ্য লংকার, দুইটি মোবাইল ফোন এবং আল হাবিব লাইব্রেরী থেকে তিনটি মোবাইল ফোন, নগত ১৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে।

এ ঘটনায় দিলীপ জুয়েলার্সের বাবলু ও হাবিব লাইব্রেরীর মাওলানা কামাল হোসেন মাত্থহুরী বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করেন।

আল হাবিব লাইব্রেরীর দেলোয়ার হোসেন জানান, সকালে এসে দেখেন দোকানের সার্টারে নতুন তালা। তাদের লাগানো তালাগুলো ভাঙ্গা। তার সন্দেহ হলে দ্রুত তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন দোকান চুরি হয়েছে। দেলোয়ার বলেন, ঘটনা দেখে মনে হচ্ছে বেশ কয়েকজন এ ঘটনার সাথে যুক্ত ছিল।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।