জামায়াত-শিবিরের নির্যাতনে প্রায় পঙ্গুত্ববরণ করা বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী অবশেষে সংগঠনের দায়িত্বশীল পদ পেয়েছেন। উপজেলা ছাত্রলীগের সাবেক এ নেতা অন্যতম ছাত্রলীগ নেতার উপাধি নিয়ে দেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর তিন বছরের মাথায় নিউইয়র্ক যুবলীগের আহবায়ক মনোনীত হলেন রেজাউল আলম অপু।

২০০৯ সালে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের অমানবিক নির্যাতনের শিকার হন ছাত্রলীগ নেতা অপু। নির্যাতনে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল কাঁটা পড়ে। দেশ ছাড়ার পূর্বে অপু বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতাই ছিলেন।

রবিবার তার রাজনৈতিক কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহবায়ক এ কে এম তারিকুল হায়দার, যুগ্ম আহবায়ক বাহার খন্দকার সবুজ রেজাউল আলম অপুকে নিউইয়র্ক মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক, জুনেদ আহমদ ও বাবুল হোসেনকে যুগ্ম আহবায়ক করে আহবায়ক কমিটি ঘোষণা করেছেন।

এ সময় যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক যুবলীগের সব পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।