সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌরসভাসহ বিয়ানীবাজারবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র মো. আব্দুস শুকুর।

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বার্তায় তিনি বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

মেয়র বলেন, সকল সম্প্রদায়ের মানুষ এক সাথে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই এই দেশ আমাদের সকলের। বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে।

লন্ডন থেকে প্রেরিত বাণীতে বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর বলেন, আমি আশা করি, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের সুখ,শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।