বিশ্বনাথে বিদ্যুৎস্পর্শে রুহুল আমীন নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার পশ্চিম নোয়াগাঁওয়ের সৌদি আরব প্রবাসী চান মিয়ার ছেলে ও তেলীকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার সকালে নৌকা দিয়ে মাদ্রাসা যাওয়ার পথে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রুহুল আমীনের চাচা লাল মিয়া।

লাল মিয়ার অভিযোগ, বারবার পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও তিন বছর ধরে গ্রামের পাশ দিয়ে যাওয়া ওই বিদ্যুৎ লাইনটি ঝুলন্ত অবস্থায়ই রয়েছে। যে কারণে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় রুহুল আমীনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, ঝুলন্ত লাইনে বিদ্যুৎস্পর্শে ওই ছাত্রের অকাল মৃত্যু হয়েছে।

বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম অমলেশ চন্দ্র বর্মণ এমন অভিযোগকে মিথ্যা দাবি করেছেন। তিনি বলেন, ঝুলন্ত লাইনের কোনো অভিযোগই তিনি পাননি।

ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।