বিশ্বনাথে ট্রাক চালককে এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া থাপ্পড় মারা, প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ঝাড়ু–মিছিল এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের পাল্টা প্রতিবাদকে ঘিরে দু’পক্ষের চলমান বিরোধের ঘটনাটি ওসি শামসুদ্দোহা পিপিএমের মধ্যস্থতায় আপোষে নিষ্পত্তি হয়েছে।

মঙ্গলবার দুপুরে থানা প্রাঙ্গণে পরিবহন শ্রমিক ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘটনাটি আপোষে নিষ্পত্তি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, উপজেলা পরিবহন শ্রমিক ঐক্যজোটের সভাপতি ময়না মিয়া, সহ-সভাপতি আলাল আহমদ, যুগ্ম সম্পাদক ফজর আলী মেম্বার, জেলা অটোরিক্সা-অটোটেম্পু চালক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা জাতীয় পাটির সম্বন্বয়ক আরশ আলী বাবলু, সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘বিশ্বনাথ-শিমুলতলা-পনাউল্লা সড়ক’র উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের প্রবাসী ইসলাম উদ্দিনের বাড়ির সামনে মালবাহী ৬ টন ট্রাক (ঢাকা মেট্টো-ট ১৬-৫৬৫৬) দাঁড়িয়ে থাকতে দেখে এর চালককে একাধিক চড়-থাপ্পড় মারা অভিযোগ ওঠে এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে। প্রতিবাদে রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরে ঝাড়– মিছিল করেন পরিবহন শ্রমিকরা। এরপর রাত ১২টার দিকে পাল্টা প্রতিবাদ মিছিল করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।