বিয়ানীবাজার-শিকপুর সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান। আজ শনিবার দুপুরে তিনি সংস্কার কাজ পরিদর্শন করেন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী রামেন্দ্রহোম চৌধুরী।

বিয়ানীবাজার-শিকপুর সড়কের সংস্কার কাজ দ্বিতীয় মেয়াদে হচ্ছে। প্রথম টেন্ডার দেয়া হয় ২০১৬ সালে। দেড় বছরে সড়কের ২০ ভাগ কাজ করে ঠিকাদার প্রতিষ্ঠান পালিয়ে যায়। ২০১৭ সালের অক্টোবরে পুনরায় টেন্ডার আহবান করে উপজেলা প্রকৌশল অফিস। এ টেন্ডারের মেয়াদ থাকা অবস্থায় সড়কের চার কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটার কাজ শেষ হবে। এর মধ্যে কাজের মেয়াদ বাড়ানো হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, মান ঠিক রেখে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে। কোন অনিয়ম হলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি সংস্কার কাজ দেখে ঠিক আছে বলে প্রকৌশলী জানিয়েছেন।