বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতরা মঙ্গলবার দিবাগত রাতে হানা দিয়ে মোটর সাইকেল, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

নয়াগ্রাম এলাকার প্রয়াত আব্দুস শহীদ মেম্বারের বাড়িতে রাত ৩টার দিকে সশস্ত্র ডাকাতরা হানা দেয়। ঘরে প্রবেশের প্রধান গেইটের তালা ভেঙ্গে ঢুকে পড়ে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা ফয়ছল আহমদ চিৎকার করতে গেলে ডাকাত দলের একজন তার মাথায় আগ্নেয়াস্ত্র তাক করে। ডাকাতরা তার মুখ ও চোখ বেঁধে ২১ ভরি স্বর্ণালংকার, দুইটি মোটর সাইকেলসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে।

ফয়চল আহমদ জানান, ঘরের ভেতরে ৮ জন ডাকাত ছিল। প্রত্যেকের হাতে দেড় হাত লম্বা বন্দুক ছিল। বাইরে আরও কয়েকজনের কথা শুনেছি। তিনি বলেন সকাল ৬টার দিকে আমি পুলিশকে অবহিত করি। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

নয়াগ্রামের বাসিন্দা নুরুল বলেন, ডাকাতরা রাতে গ্রামের বেলায়েত হোসেন খানের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিল। গেইটের তালা ভাঙ্গার শব্দ পেয়ে বাড়ির লোকজন জেগে উঠলে ডাকাতরা পালিয়ে যায়।