বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতলের চিকিৎসা সেবার মান দেখে সন্তুষ্টি প্রকাশ করলেন ডায়াবেটিস এসোসিয়েশন অব বাংলাদেশেরর সাধারন সম্পাদক প্রফেসর এ.কে. আজাদ খান।

গতকাল শুক্রবার তিনি সংক্ষিপ্ত সফরে বিয়ানীবাজার আসলে ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সেবা মান ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

হাসপাতলের কার্যক্রম দেখে মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘উপজেলা শহরে এত অত্যাধুনিক রোগ নির্নয় যন্ত্র, স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করছে এমন প্রতিষ্ঠান বাংলাদেশে খুবই কম দেখেছি’।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডাঃ এম.এ. আহবাব, কিউবার রাষ্ট্রদূত ডাঃ ওবায়েদ জয়গিদার।

গতকালে দুপুরে তারা বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের পৌঁছালে হাসপাতালের ফান্ড রাইজিং ডিরেক্টর আব্দুস সফিক ও ডা:গোলাম সারোওয়ার এবং ম্যানেজার ফাতিমা তুজ জহুরাসহ হাসপাতল কতৃপক্ষ তাদের বরন করেন।