কদবিয়ানীবাজারে চারুকারু বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান চারুলেখা কর্তৃক পদ্মের রং Art  Workshop-2018 সম্পন্ন হয়েছে।

পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির হল রুমে ৫ দিনব্যাপি এ কর্মশালার সফল সমাপনী ঘটে বৃহস্পতিবার বিকেলে।

চারুলেখার সভাপতি সাংস্কৃতিক কর্মী ছালেহ আহমদ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী হাবিবুর রহমান।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সিটিটিউটের শিক্ষার্থী চিত্রশিল্পী আশা সরকার। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

আজকের শিশু আগামীর ভবিষ্য উল্লেখ করে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের সবার উচিতৎ শিশুদের পরিপূর্ণ মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিশেবে গড়ে করে তোলা। এক্ষেত্রে শিক্ষার পাশাপাশি চারুকারু শিক্ষার কোনো বিকল্প নেই। চ

তিনি বলেন, চারুশিক্ষার মাধ্যমে শিশুদের সৃজনশীল চেতনার বিকাশ ঘটাতে কর্মশালা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এজন্য বিভিন্ন বিষয়ের আলোকে ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

২৬ মে থেকে ৩১ মে অনুষ্ঠিত পদ্মের রং Art  Workshop-2018’র সফল সমাপ্তিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে চারুলেখার পরিচালক ও প্রশিক্ষক চিত্রশিল্পী রাজেশ্বর বিশ্বাস রাজিব স্বাগত বক্তব্যে বলেন, শিশুরা সব সময়ই আনন্দপ্রিয়। চারু শিক্ষায় শিশুদের কল্পনাশক্তি বাড়ার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।