বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই বাজারে আগুনে পুড়ে ১২ দোকানের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে বাজারের মুজম্মীল আলী মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগাতে পারে।

জানা যায়, শনিবার রাতে বাজারের ব্যবসায়ী জাফর আগুন লাগার বিষয়টি দেখতে পেয়ে দোকানদারদের মোবাইল ফোনে জানান। তাৎক্ষনিক অগ্নিদূর্ঘটনার বিষয়টি মাইকে প্রচারিত আশপাশ এলাকার কয়েকশ মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ছুটে গেলেও চারাবই গ্রামে যাওয়ার রাস্তার শেওলা-বালিঙ্গা অংশে বড় যান নিয়ন্ত্রণ গেইটে আটকা পড়ে ফিরে আসে। আগুনে ব্যবসায়ী নজরুল, আলেক, নিজাম, জলিলসহ আর কয়েকজনের প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2017/11/4.png” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2017/11/4.png” caption=” আগুনে পুড়ছে দোকানকোটা (রাতে), পুড়ে যাওয়া দোকানগুলো একাংশ (সকালে) “]

শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন খান জাহেদ বলেন, রাত ১টার দিকে মার্কেটে আগুন লাগে। কয়েক এলাকার শত শত মানুষের প্রচেষ্টায় আগুন নেভানো গেলেও ১০/১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।