বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে যুবক ফরহাদ আহমদ ও অটোরিক্সা চালক মাসু্দ আহমদের লাশ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ব্যবধানে দুই যুবকের নৃশংস্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকারিদের গ্রেফতার পরবর্তী শাস্তি দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় চারখাই বাজারের নাহিদ চত্বর এলাকায় সচেতন চারখাইবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানমাহমুদ আলী, শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন খান জাহেদ, নিহত ফরহাদ’র পিতা গিয়াস উদ্দিন ও মাসুদের পিতা সুজন মিয়া উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল আলিম ভাসানী, এমদাদ আহমেদ চৌধুরী, আলমগীর আহমেদ ও সৈয়দ খালেদ আহমদ।

উল্লেখ্য, গত ৩১ জুলাই অটোরিক্সা চালক শেওলা ইউনিয়নের চারাবই এলাকার বাসিন্দা মাসুদ আহমদের লাশ পুলিশ চারখাই কনকলস এলাকা থেকে উদ্ধার করে। গত মধ্য জুলাইয়ে চারখাইয়ের একটি বিল থেকে ভাসমান অবস্থায় ফরহাদের লাশ উদ্ধার করা হয়।