পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীতকরনের দাবিতে কর্মবিরতি পালন করছেন গোলাপগঞ্জ উপজেলার হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বুধবার (০২ ডিসেম্বর) ৬ষ্ট দিনেরমত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছেন তারা।

উপজেলা দাবি বাস্তায়ন পরিষদের আহবায়ক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল হক, সদস্য সচিব হেলাল আহমদের পরিচালনায় কর্মবিরতি পালন করছেন তারা।

১৯৯৮ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা ও ২০১৮সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষনা ও ২০২০সালের ২০ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক ১১তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম ও স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের যে ঘোষণা দিয়েছিল তা দ্রুত বাস্তাবায়নের দাবি আন্দোলনরত স্বাস্থ্য কর্মীরা জানান।

এসময় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজারে গ্রামীণ সড়ক খাতে নজরকাড়া উন্নয়ন, পাল্টে যাচ্ছে জীবনযাত্রা