১৫ আগস্ট নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেছে বিয়ানীবাজার উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগ (রিভারবেল্ট গ্রুপ) । শোক দিবস উপলক্ষে বুধবার সকালে বিয়ানীবাজার পৌরশহরে এক শোক র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ পরে বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটরিয়ামে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা ছাইদুল ইসলাম’র সভাপতিত্বে ও প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার নিউজ ২৪ ডটকমের সম্পাদক আহমদ ফয়সাল। ছাত্রলীগ নেতা জাবের আহমদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ন কবির পারভেজ , তাজুল ইসলাম চৌধুরী।

শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ আহমদ জিসান, শরিফুল ইসলাম, হেফায়তুর রহমান, হিফজুর রহমান রাজু, রফিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা স্বপন আহমদ, এস চৌধুরী হিরন, দেলোওয়ার আহমদ, কামরুল ইসলাম, জাফর আহমদ, জামিল আহমদ, রেদওয়ান আহমদ, সামাদ চৌধুরী , সাবের আহমদ, আবু-তাহের, জাকারিয়া আহমদ, মুরাদ হোসেন খান, মস্তুফা আহমদ, আবিদ হোসাইন প্রমূখ।

এসময় বিয়ানীবাজার উপজেলা, কলেজ ও পৌরসভা ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।