বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বোবারথলের ২১৬ পরিবার বিদ্যুৎ সংযোগ পেল। দুর্গম ওই পাহাড়ি এলাকায় ৬৯ দশমিক ৯২৪ কিলোমিটার লাইন নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার। এতে ১ হাজার ৬৬০ পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। প্রথম ধাপে বিদ্যুৎ সংযোগ পেয়েছে ২১৬ পরিবার।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুতের এই সংযোগ চালুর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

এ উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মো. এমাজুদ্দিন সরদার, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক রঞ্জিত পাল, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রমুখ।

অপরদিকে একই অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির চেক, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা বই ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন।

বিয়ানীবাজার সরকারি কলেজে নতুন তিন শিক্ষকের যোগদান