বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচনে ৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৬৭জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৯ কেন্দ্রে ৮জন সাধারণ কাউন্সিলর এবং ২জন মহিলা কাউন্সিলর বিজয়ী হয়েছে। ৩নং ওয়ার্ডের ফলাফল বাতিল হওয়ায় একজন করে বিজয়ী কাউন্সিলর প্রার্থী না ঘোষিত হয়নি।

৯টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন, ১নং ওয়ার্ডে এমাদ উদ্দিন, তিনি ভোট পেয়েছেন ৫৫৩। ২নং ওয়ার্ডে ছয়ফুল আলম ঝুনু, তার প্রাপ্ত ভোট ৭০৪, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ওয়াহিদুর রহমান টিপু ভোট পেয়েছেন ৪৮২। ৩ নং ওয়ার্ডের ফলাফল বাতিল। ৪নং ওয়ার্ডে ৩৫১ ভোট পেয়ে আকছার হোসেন নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজী নূর পেয়েছেন ২৫২।  ৫নং ওয়ার্ডে নাজিম উদ্দিন নির্বাচিত হয়েছেন, প্রাপ্ত ভোট ৪৩১, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিম উদ্দিন ৩৫৫ ভোট পেয়েছেন। ৬নং ওয়ার্ডে ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সরাজ উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বেলায়েত হোসেন ৫২৫ ভোট পান।  ৭নং ওয়ার্ডে মিছবাহ উদ্দিন৮১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকচটতম প্রতিদ্বন্দ্বি সম্রাট শেখর পেয়েছেন ৪৯১ ভোট। ৮নং ওয়ার্ডে ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ার হোসেন জনি ভোট পেয়েছেন ২৭৯। ৯নং ওয়ার্ডে আব্দুর রহমান আফজল ৩৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এমদাদুর রহমান ভোট পন ১৮৩।

এছাড়াও মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত আসনে বিজয়ীরা হলেন মালিকা বেগম ও রোশনা বেগম।