দেশব্যাপী শুরু হওয়া বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ (সিনিয়র) বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় বিয়ানীবাজারের দুইজন প্রতিযোগী অংশ নিচ্ছেন। তারা জেলা পর্যায়ে প্রতিদ্বন্ধিতা করে বিজয়ী হওয়ায় বিভাগীয় পর্যায়ে নাম লিখিয়েছেন। বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী নাবিদ সালেহীন ও আফরোজা জাহান সোনালী।

নাবিদের পিতা তারিকুল ইসলাম বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সোনালীর পিতা ব্যবসায়ী মো: আব্দুল ওহাব। সর্বস্তরে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি ও তরুণ প্রজন্মের প্রযুক্তিকেন্দ্রিক উদ্ভাবনী শক্তি বিকাশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতি বছর সারাদেশে একযোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করে থাকে।

বিজ্ঞান অলিম্পিয়াডে প্রতিটি গ্রুপের ১ম ও ২য় স্থান অধিকারীগণ ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। কেন্দ্রীয় পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে প্রতি গ্রুপ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীগণকে বিদেশে শিক্ষা সফরে প্রেরণ করা হবে।

লোককবি শেখ ওয়াহিদুর রহমানের ৮২তম জন্মবার্ষিকী আজ