বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অভিযানে আজ বুধবার ভোরে ভারত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কাঠ ও মদ আটক করেছেন। বড়লেখার এনভেনটিলা ও সাগরনাল এলাকায় বিজিবি এ অভিযান চালায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানা যায়,  ফুলতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মামুন অর রশিদ এবং মোকামটিলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এমদাদ হোসেন এর নেতৃত্বে¡ বিজিবি টহল দল পৃথক অভিযান চালায়।  সীমান্ত মেইন পিলার ১৮২৬ থেকে বাংলাদেশের অভ্যন্তরে এলভেনটিলা ও সাগরনাল নামক স্থানে পৃথক এ অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার মদ ১০৩ বোতল এবং বিওসিটিলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোয়াাজ্জেম হোসেন এর নেতৃত্বে টহল দল ডিমাই এলাকায়  ১৩০.৫৪ ঘনফুট সেগুন, মেহগনি ও আকাশমনি কাঠ আটক করে। বিজিবি অভিযান টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় আটককৃত কাঠ ও মদ এর  সিজার মুল্য ৫ লক্ষ ৯৯ হাজার ৪৩৫ টাকা।

৫২ ব্যাটালিয়নের নায়েব সুবেদার শাহ মোমিনুল ইসলাম জানান, আটককৃত মাদকদ্রব্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং কাঠ, মাধবপুর বনবিট অফিসে জমা করা হয়েছে।