বিয়ানীবাজার নিউজ ২৪। ০৪ এপ্রিল ২০১৭।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের পৃথক অভিযানে সোমবার দিবাগত রাতে ৬টি ভারতীয় গরু, কাঠ ও ৫১ বোতল মদ আটক করেছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সদরদপ্তর সূত্রে জানা যায়, ব্যাটলিয়নের আওয়তাদীন ফুলতলা বিওপি’র টহলদল কমান্ডার নায়েক মোঃ মামুনুর রশিদের সোমবার রাত ১টার দিকে ডাকটিলা এলাকায় অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ভারতীয় অফিসার্স চয়েজ মদ ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। সীমান্ত মেইন পিলার ১৮২৭/৬-আরবি’র বাংলাদেশ সীমান্ত থেকে ৫১ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করে। একই সময়ে বোবারথল বিওপির টহলদল কমান্ডার হাবিলদার মোঃ রেজাউলের নেতৃত্বে বোবারথল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু এবং গোল ডিসি কাঠ (৩৪.৭২ ঘনফুট) আটক করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) হারুনুর রশিদ জানান, আটককৃত মাদকদ্রব্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এবং গরু ও কাঠ জুড়ী কাস্টমস অফিসে জমা করা হয়েছে।