বিয়ানীবাজার-বড়লেখা সড়কের বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তুলে বড়লেখার গোয়াল্টা বাজার এলাকায় স্থানীয়রা সড়ক অবরোধ করেন। ভাড়ার বৃদ্ধির প্রতিবাদ জানাতে এলাকাবাসীর এ সিড়ক অবরোধকে স্বাগত জানান ভুক্তভোগী সাধারণ মানুষ।  এসময় সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করেন এলাকাবাসী।

জানা যায়, গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতেগত মার্চে বিয়ানীবাজার-বড়লেখা সড়কের অটোরিক্সা ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করেন অটোরিক্সা চালক-মালিক সমিতি। গত বন্যায় সড়কের কয়েক স্থান তলিয়ে যাওয়ায় বাড়তি ভাড়া আদায় শুরু করেন এ সড়কের চলাচলকারি অটোরিক্সার চালকরা। বন্যার পানি সড়ক থেকে নেমে গেলেও বাড়তি ভাড়া আদায় অব্যাহত থাকলে এলাকাবাসী আজ সড়ক অবরোধ করেন। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বড়লেখা থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

এলাকার লোকমান আহমদ পরিচয় দিয়ে জনৈক যুবক বলেন, বাড়তি ভাড়া আদায় বন্ধ না হলেও আগামী সপ্তাহে ফের সড়ক অবরোধ করা হবে।

সড়ক অবরোধের খবর পেয়ে বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান এক দল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সাথে আলাপ করে অবরোধ তুলে নেয়ার আহবান জানান। এলাকাবাসী বাড়তি ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়ে ওসির আহবানেসাড়া দিয়ে এক ঘন্টা পর অবরোধ তুলে নেন।