উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ, মোহামেদ সালাহ। সংক্ষিপ্ত এই তালিকায় নাম নেই লিওনেল মেসির।

২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে অংশ নেওয়া ৮০টি ক্লাবের কোচ, বাছাই করা ৫৫ জন সাংবাদিককের ভোটে সংক্ষিপ্ত তালিকার তিন খেলোয়াড়কে নির্বাচন করা হয়।

গত দুই বছর এই পুরস্কার জেতেন রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া রোনালদো।

এবার রোনালদো ও মদ্রিচ দুজনেই এ বছর রিয়াল মাদ্রিদের হয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এর মধ্যে পর্তুগিজ ফরোয়ার্ড আবার টানা ষষ্ঠবারের মতো হয়েছেন প্রতিযোগিতার সেরা গোলদাতা।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয় মদ্রিচের ক্রোয়েশিয়া। ৩২ বছর বয়সী মিডফিল্ডার জেতেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

অ্যানফিল্ডে অভিষেকে গত মৌসুমে সালাহ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেন ৪৪ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে থাকার পাশাপাশি মিশরীয় ফরোয়ার্ড দলকে তোলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

২০১৬-১৭ মৌসুমে মেসি এবং বুফনকে হারিয়ে বর্ষসেরা পুরস্কার জেতেন রোনালদো।

২০১০ সালের পর থেকে রোনালদো প্রতি বছর তিনজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেন। এই নিয়ে তিনবার নাম নেই মেসির।

মেসি, রোনালদো বাদে গত কয়েক বছরে এই পুরস্কার জিততে পেরেছেন শুধু মাত্র আন্দ্রেস ইনিয়েস্তা এবং ফ্রাঙ্ক রিবেরি।

বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২০১৮-১৯ মৌসুমের গ্রুপ পর্বের ড্রয়ের দিন, মোনাকোতে ৩০ আগস্ট।