শাবুল আহমেদ । ১৯ ফেব্রুয়ারি ২০১৭।

বর্ণিল আয়োজনে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজনে বসন্তকে বরণ করেছেন ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা।

এ উপলক্ষে রবিবার (১৯ ফেব্রয়ারি) কলেজ চত্বরে দিনব্যাপি উৎসবের আয়োজন করা হয়। সকাল ১১ টায় উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান।

পরে দুপুর সাড়ে ১২ টায় আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়। কলেজের প্রভাষক আখতার হোসেন ও সঞ্জয় আচার্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠেয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, কলেজের গভর্নিং বডির সদস্য শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি সচিব দেওয়ান মাকুসুদুল ইসলাম আউয়াল, বাংলাদেশ আওয়মী লীগ মোল্লাপুর ইউনিয়ন শাখার সভাপতি বদরুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর গফুর জগলু, সমাজকর্মী ও ব্যবসায়ী মিজানুর রহমান রুমেল, শিক্ষানুরাগী আব্দুল মান্নান মিন্টু, শ্রী সাগর দাস চৌধুরী, জাবেদ আহমদ, লায়ন রাশেদ আহমদ সুহেল প্রমুখ।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বসন্ত উৎসবের প্রধান সমন্বয়ক প্রভাষক প্রিয়তোষ চক্রবর্তী। পরে বিকেলে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।