সামাজিক সংগঠন হাসবূনাল্লাহ অর্গানাইজেশন এর উদ্যোগে দেশ ও প্রবাসে অবস্হানরত অর্গানাইজেশনের দ্বায়িত্বশীল এবং শুভাকাঙ্কীদের অর্থায়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিয়ানীবাজার ও বড়লেখার বিভিন্ন ইউনিয়নে ফুডপ্যাক উপহার প্রদান কার্যক্রম চলমান রয়েছে। বিয়ানীবাজারের চারখাই, শেওলা, লাউতা এবং বড়লেখার দাসের বাজার ইউনিয়নের পর শনিবার মুড়িয়া ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন অর্গানাইজেশনের দ্বায়িত্বশীলরা।

এসময় উপস্হিত ছিলেন অর্গানাইজেশনের সহ-সভাপতি মাওলানা সোহাইল আহমদ, সহ-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, আব্দুল কাদির জাফর, কোষাধক্ষ ফয়ছল আহমদ, সহ-কোষাধক্ষ ফরহাদ আহমদ, সহ-প্রচার সম্পাদক মনসুর আহমদ,সাবের হোসেন, সাকের আহমদ, হাসান আহমদ এপলু, তুহিন চৌধুরী ও জিবান প্রমুখ।

দ্বায়িত্বশীলরা বলেন, হাসবুনাল্লাহ অর্গানাইজ্শন সব সময় সমাজের অসহায়দের জন্য কাজ করতে চায় এবং সাধ্যমত কাজ করে যাচ্ছে। কার্যক্রম চলমান রাখতে দেশ ও প্রবাসের সকলের সহযোগিতার আহ্বান জানান।