বিযানীবাজার উপজেলার রক্তদাতা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম টিম’র উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের প্রায় শতাদিক বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবারকে শুকনো খাবার,বিশুদ্ধ পানি ও প্রাথমিক মেডিসিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ মে) বিকেলে বন্যান্তদের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার,বিশুদ্ধ পানি ও প্রাথমিক মেডিসিন সামগ্রী তুলে দেন রক্তদাতা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম টিম’র সদস্যরা ।

এসময় উপস্তিত ছিলেন শেওলা ইউনিয়নের চেয়ারম্যান জহুর উদ্দিন।

আরোও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার রক্তদাতা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম টিম’র সদস্য এনায়েত হোসেন এহসান,দেব সৌরভ,ফরহাদ মোহাম্মদ,মোঃকাদির,রুবেল আহমদ,আনোয়ার হোসেন,এম এ সদিকুল,রেদওয়ান আহমদ,রেজাউল করিম,পারভেজ আহমদ,নূরুল হাসান বিন মালেক ও সারিফুল হাসান রুবেল প্রমুখ।

বিয়ানীবাজার রক্তদাতা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম টিম’র সদস্যরা ত্রাণ সামগ্রী বিতরণে যারা আর্থিক ,মানসিক ও শারীরিকভাবে সাহায্যে করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও প্রবাসের সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।

অনুদানের পাঠাতে নিমোক্ত নাম্বার ব্যাবহার করুন
(বিকাশ পার্সোনাল) ০১৩০৩৩০৯৮৬৬ এনায়েত হোসেন এহসান।
(বিকাশ পার্সোনাল) ০১৭৭৭৫০০০৪০ দেব সৌরভ।