হবিগঞ্জের মাধবপুরের শাহজিবাজার রেল স্টেশনে তেলবাহী ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজিবাজার স্টেশনে প্রবেশের সময় ৫ টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এসময় ট্রেনের বগিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে দূর্ঘটনা কবলিত ট্রেন থেকে তেল নিতে মানুষ ভির জামাচ্ছেন। অনেকেই বোতল, বালতি নিয়ে তেল সংগ্রহ করছেন। এতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

শাহজিবাজার স্টেশন মাষ্টার মোয়াজ্জুল হোসেন বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তিনি আরও বলেন, দুইটি বগির তেল পড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া মানুষ যাতে তেল নিতে না পারে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কখন আবার ট্রেন চালু হবে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

বিয়ানীবাজারবাসীকে কি বলেছিলেন ব্যারিস্টার সুমন!