ফ্রান্সে জকিগঞ্জ ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার প্যরিসের অদূরে মেট্রো হেস এলাকার একটি হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলের ফ্রান্স প্রবাসী জকিগঞ্জবাসীর পাশাপাশি বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মোঃ কবির উদ্দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাহেদ আহমদ। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সভাপতি মিনহা গ্রুপের চেয়ারম্যান হাসান শাহ, আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি আশফাক রাহাত চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি কৃতি ফুটবলার লুলু আহমদ, গহরপুর সমিতি ফ্রান্সের সভাপতি লুকুছ মিয়া, জকিগঞ্জ ঐক্য পরিষদ, ফ্রান্সের উপদেষ্টা টিপু সুলতান চৌধুরী, বিলাল আহমদ ও নজরুল আলী, বিএফসি লাকর্নব ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, আল ইসলাহ পর্তুগাল শাখার সভাপতি মোজ্জাকির চৌধুরী ফয়ছল, জকিগঞ্জ ঐক্য পরিষদের সহ সভাপতি কয়েছ আহমদ, অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রশীদ চৌধুরী, প্রচার সম্পাদক জাফরান আহমদ,কালাইউরা একতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিয়ানীবাজার উপজেলা স্পোর্টিং ক্লাবের ম্যানেজার আব্দুল কাদির প্রমুখ।
