গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ২ জন কাউন্সিলর প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম তাদের মনোনয়ন বহালের ঘোষণা দেন। দুই কাউন্সিলরের প্রার্থিতা আপিলে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান।

মনোনয়ন ফিরে পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন গোলাপগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. লায়েক আহমদ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মুজিবুর রহমান।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি প্রার্থিতা যাচাই-বাছাইয়ে ৪ মেয়র প্রার্থীসহ ৫৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ওইদিন দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। গত ৩১ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ৪ মেয়র প্রার্থীসহ ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ৯টি ওয়ার্ডে ৪৭ প্রার্থী পুরুষ কাউন্সিলর ও ৩ ওয়ার্ডে ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩ জানুয়ারি , প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।

গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।

বর্ণিল আয়োজনে মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন