প্রায় দুই মাস পর পর্যটকদের জন্য মাধাবকুন্ড জলপ্রপাত ও ইকো পার্কের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। প্রবল বর্ষনের কারনে টিলা ধস নামতে পারে এমন আংশকায় গত ২২ জুন মাধবকুন্ড জল প্রপাত এলাকায় পর্যটক প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। গত রবিবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

রবিবার বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত ইকোপার্ক পর্যটকদের জন্য ঝুঁকিমুক্ত। এখন থেকে পর্যটকরা ভেতরে প্রবেশ করতে পারবে।

প্রসঙ্গত, ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে মাধবকুন্ড ইকোপার্ক এলাকার টিলা ও রাস্তা দেবে যায়। এতে পর্যটন এলাকাটি পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে দুর্ঘটনা এড়াতে বন বিভাগ গত ২২ জুন থেকে মাধবকুন্ড ইকোপার্ক ও জলপ্রপাত এলাকা পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।