প্রশাসন অভিযানে যাচ্ছে এ খবর পেয়ে টিলার মাটি কাটার ঠিকাদার দেলওয়ার ট্রাক্টর ও শ্রমিক নিয়ে গা ঢাকা দেয়। আজ মঙ্গলবার লাউতা ইউনিয়নের পাহাড়িয়া বহর এলাকার হীরাদের বাড়িতে টিলা কাটার খবর জানান এলাকাবাসী। এ টিলার মাটি দিয়ে বারইগ্রাম বাজারের যাওয়ার আগে একটি ফসলি জমি ভরাট হচ্ছে। এ জমির মালিক ফলিক আহমদ বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসী বিষয়টি বিয়ানীবাজার নিউজ ২৪কে জানালে এ প্রতিবেদক পাহাড়িয়া বহর এলাকায় হীরাদের বাড়ি গিয়ে ট্রাক্টর ভর্তি টিলা মাটি নিয়ে শ্রমিকরা পালানোর চেষ্টা করছে দেখতে পান।  এসময় ঠিকাদার দেলওয়ার এখানে উপস্থিত ছিলো। ঘটনাস্থলে থাকা অপর এক সাংবাদিককে নিজের পরিচয় দিয়ে মাটি কাটার বিষয়টি সংবাদ না করতে অনুরোধ করেন। ওই সাংবাদিকদের কাছে বলেন, থানা থেকে খবর এসেছে এসি ল্যান্ড অভিযানে আসছেন। তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি।

এদিকে পাহাড়িয়া বহর এলাকা এবং বারইগ্রাম বাজার এলাকায় অভিযানে গেছেন বিয়ানীবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান। তিনি বিয়ানীবাজার নিউজ ২৪কে বলেন, আমরা টিলার মাটি কাটার সাথে জড়িতদের আটক করতে চেষ্টা করছি। তাদের খুঁজে বের করা হবে।