প্রয়াত শিক্ষক বলরাম আচার্যের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিয়ানীবাজার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ রবিবার তাঁর পরিবারের কাছে সহায়তার এক লাখ বাইশ হাজার টাকা হস্তান্তর শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরিা।

বলরাম আচার্যের স্ত্রীর হাতে সহায়তা অর্থ তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, মো. মাসুম মিয়া, আশরাফুল আলম জনি, প্রধান শিক্ষক খালেদ সাইফুদ্দীন জাফরী, বিধূভূষণ বৈদ্য, সুলেমান আহমদ, শিল্পীরানী দত্ত, বিমল পাল, ছালেহ আহমদ, কফিল উদ্দিন, জয়নুল ইসলাম, মোহন লাল নাথ, সহকারী শিক্ষক নুরুল হক শামীম, দেবাংশু তালুকদার,লোকমান হোসেন, সফর উদ্দিন, হারুনুর রশীদ, রাজন দাস, রেকল আহমদ, সৌমেন চক্রবর্তীসহ আরো অনেকে।

উল্লেখ্য, সদ্য জাতীয়করণকৃত হাজী সাঈদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলরাম আচার্য গত ৯ সেপ্টেম্বর রাতে নিজবাড়িতে পরলোক গমন করেন।

বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের থেকে প্রাপ্ত সহায়তা- আলীনগর ১০ হাজার ৫শ’, চারখাই ১১ হাজার ৬শ’, শেওলা ৯ হাজহার ৮শ’, দুবাগ ৯ হাজার ৭শ’, কুড়ার বাজার ১২ হাজার ২শ’, বিয়ানীবাজার পৌরসভা ১৫ হাজার ২শত, মাথিউরা ৯ হাজার ৮শ’, তিলপারা ১১ হাজার ৬শ’, মোল্লাপুরঃ ৭ হাজার, মুড়িয়া ১৩ হাজার ৬শ’, এবং লাউতা ১১ হাজার টাকা।