প্রবীন খেলোয়াড় সংঘ বিয়ানীবাজারকে ২-১ গোলে হারিয়েছে বিয়ানীবাজার সাংবাদিক একাদশ। বৃহস্পতিবার বিকালে পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে ট্রফি তুলে দেন সাবেক ফুটবল খেলোয়াড় ও মুড়িয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান নজরুল ইসলাম।

খেলায় আক্রমন পাল্টা আক্রমনে উভয় পক্ষ খেলা উপহার দিলে গোল আসে প্রথমার্ধে ১৯ মিনিটে। বাম প্রান্তে প্রতিপক্ষে ডি বস্কের বাইরে রাফিকে টেকল করলে ফ্রি কিক পায় সাংবাদিক একাদশ। অধিনায়ক আব্দুল ওয়াদুদে ডোজ এবং আহমেদ ফয়সালে বাঁকানো ফ্রি প্লেসিং শটে বোকা বনে যান প্রতিপক্ষের গোলকিপার। তfকে ফাঁকি দিয়ে বল জালে জড়ায়।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/football-2.jpg” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/football-2.jpg” caption=” প্রীতি ফুটবল খেলার পুরস্কার বিতরণীতে বিজীত দলের হাতের দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা “]

প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট পূর্বে চমৎকার গোল করে সাংবাদিক একাদশকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন আক্রমণ ভাগের খেলোয়ার সিপার আহমদ পলাশ। এটাকিং মিড ফিল্ড থেকে সুয়াইবুর রহমান স্বপনের বাড়ানো বলে পলাশ নিপুন দক্ষতায় বল জালে জড়ান।

দ্বিতীয়ার্ধে প্রবীন খেলোয়াড়রা গোল পরিশোধ করতে বার বার আক্রমণ রচনা করেন। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে তুতিউর রহমান তুতার বাড়ানো বলে বাম প্রান্তে বল পান মাহবুব। তার আড়িআড়ি চিপটি পরাস্ত করে সাংবাদিক একাদশের গোল কিপারকে।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/football-3.jpg” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/football-3.jpg” caption=” প্রীতি ফুটবল খেলার পূর্বে দুই দলের খেলোয়াড় “]

১ গোলে পিছিয়ে থেকে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেন এক সময় দেশের বিভিন্ন মাঠ কাঁপানো প্রবীণ খেলোয়াড়রা। তাদের কয়েকটি পরিকল্পিত আক্রমন সাংবাদিক একাদশের ডিফেন্ডার শামীম, আব্দুল ওয়াদুদ ও তাজবীর নসাৎ করে দেন। নির্ধারীত সময়ে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাংবাদিক একাদশ।

খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।